Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকাযোগে ভারতের পথে জঙ্গিরা, কেরালা উপকূলে সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

ভারতের লাক্ষাদ্বীপ ও তার আশপাশের এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পরিকল্পনা নিয়ে শ্রীলংকা থেকে লাক্ষাদ্বীপে আসার জন্য রওনা হয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। এ কারণে কেরালা উপকূলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেরালা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (উপক‚লীয় নিরাপত্তা) টোমিন থাসানকেরি গত বৃহস্পতিবার রাজ্যের ৫৮০ কিলোমিটার উপক‚লজুড়ে থাকা ৭২টি থানা কর্তৃপক্ষকে এ সতর্কবার্তা পাঠান। ভারতের সংবাদমাধ্যম জানায়, একটি সাদা রঙের নৌকায় চেপে ১৫ জঙ্গি সদস্য শ্রীলংকা থেকে রওনা হয়েছে। যেকোনো মুহূর্তে জঙ্গিদের ওই নৌকা কেরালার উপক‚লে এসে পড়তে পারে- এমন খবর পেয়ে মাছ ধরার সব নৌকা ও জাহাজের ওপর কড়া নজরদারি শুরু করেছে কেরালা পুলিশ। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি লিখেছে- ওই নৌকায় থাকা জঙ্গিদের সংখ্যা নিয়ে খুবই স্পষ্ট তথ্য রয়েছে তাদের হাতে। আর এই তথ্য দেয়া হয়েছে শ্রীলংকার গোয়েন্দাদের তরফ থেকে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে পুলিশ বিভিন্ন হোটেল এবং রেস্ট হাউসে অভিযান চালানো হচ্ছে যাতে সন্দেহভাজন কেউ কোনো হোটেলে আশ্রয় নিতে না পারে। পাশাপাশি মাছ ধরা বোটের মালিকদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে, যাতে সাগরে থাকা জেলেদের সতর্ক করা হয়। পুলিশের পাশাপাশি ভারতের নৌবাহিনী ও কোস্ট গার্ডকেও সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সূত্র : দ্য হিন্দু ও আনন্দবাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ