Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকাত-অজ্ঞান চক্রের ১৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৬ এএম

রাজধানীর মোহাম্মদপুর ও গুলিস্তানের পৃথক অভিযান চালিয়ে ডাকাত, ছিনতাই ও অজ্ঞান চক্রের ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্র জানায়, রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলোÑ নাসির সরদার (২২), কামাল মাদবর (২৩), শহীদ বেপারী (৩৫), মনিরুল হাসান (১৮) ও মাহাবুব মিয়া (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি চাপাতি ও ৩টি স্টিলের চাকু উদ্ধার করা হয়। গত শনিবার রাত পৌনে ১১টায় ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজধানীসহ আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতি করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।
অজ্ঞান চক্রের গ্রেফতার ৫
রাজধানীর শাহবাগ থানাধীন গুলিস্তান এলাকা থেকে অজ্ঞান পার্টি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- রিপন (২৩), আমির হোসেন (৩২), জসিম মিয়া (২২), শামীম (৩২) ও মিজান (৩২)। তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ১৮ পিস ট্যাবলেট ও চোরাইকৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত শনিবার সন্ধ্যায় পীর ইয়ামেনী মার্কেট এলাকা থেকে ডিবি দক্ষিণের কোতোয়ালী জোনাল টিম তাদেরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ যাত্রীদের টার্গেট করে খাবারের সাথে অজ্ঞান করার ট্যাবলেট মিশিয়ে অজ্ঞান করে সবকিছু হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
ছিনতাই চক্রের গ্রেফতার ৫
এদিকে, গতকাল বিকেলে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হকের নের্তৃত্বে গুলিস্থানে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
তারা হলো- জহির হোসেন (২৬), রাসেল (২৮), মিজানুর রহমান (৩০), মানিক (২৩) ও আবুল কালাম (২৭)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু, ১টি চাপাতি, ৫টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে বংশাল, সদরঘাট, গুলিস্থান ও আশপাশ এলাকায় পথচারীদের নিকট হতে ল্যাপটপ,মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অজ্ঞান চক্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ