Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ২১ ঘন্টার সিনেমা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৬ এএম

জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশিরের ‘আমরা একটা সিনেমা বানাবো’ চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে কোন প্রকার কর্তন ছাড়াই প্রদর্শনের জন্য সনদপ্রাপ্ত হয়েছে। এটিই পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম চলচ্চিত্র, যার দৈর্ঘ্য ২১ ঘন্টা, পরিচালক যাকে দাবী করছেন মুক্তদৈর্ঘ্যের চলচ্চিত্র হিসাবে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য পরিচালক একে ৮টি চ্যাপ্টার বা অধ্যায়ে ভাগ করেছেন। প্রথম পর্যায় হিসাবে চলচ্চিত্রটির প্রথম ও দ্বিতীয় অধ্যায় যেগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২ ঘন্টা ৫৪ মিনিট এবং ২ ঘন্টা ৪৫ মিনিট এর সেন্সর করা হয়েছে। তার আগে ২১ ঘন্টার চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে যথাযথ কর্তৃপক্ষ বরাবর জমা দেয়া হয়। ২০০৯ সালের মে মাসে শুরু হয়ে ২০১৮ সালের মে মাস পর্যন্ত প্রায় ৯ বছর ধরে ঈশ্বরদীর রূপপুর, পাকশী ও পদ্মা নদীর তীরে ৪০০০ কলাকুশলী ও শিল্পীদের নিয়ে এর শূটিং সম্পন্ন করা হয়। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সম্পূর্ণ সাদাকালোয় নির্মিত চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে এমন এক জনপদকে ঘিরে, যেখানে রয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী শক্তির আবার মাথাচাড়া দিয়ে উঠলে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্যে কয়েকজন নিস্পাপ মানুষের সিনেমা নিয়ে বিপ্লবী হয়ে ওঠা এবং স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প। এ বিষয়ে পরিচালক বলেন, তৃতীয় বিশ্বের ছোট্ট একটি দেশের ছোট্ট একটি শহরে আমাদের যে জীবন, তা ভীষণ সাদাকালো। আমরা যে স্বপ্নটুকু দেখি তা কিছুটা রঙ্গিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মূলত: নিস্পাপ, শুধুমাত্র পরিস্থিতি-পারিপার্শ্বিকতার কারণে তারা অনেক অন্যায় করতে বাধ্য হয়। সিনেমা বানানোর বিপ্লবের পাশাপাশি এখানে এমন এক নিস্পাপ মানুষের গল্প রয়েছে, যে জীবনে একটি পিঁপড়াকেও হত্যা করেনি, অথচ ছবির শেষে সে একজনকে খুন করে ফেলে এমন এক নারীর জন্য যাকে সে কোনদিনও দেখেনি। চলচ্চিত্রের অস্বাভাবিক দৈর্ঘ্যের বিষয়ে আশরাফ শিশির বলেন, শিল্পকে কোন গৎবাঁধা দৈর্ঘ্যে বা পরিমাপে আটকে রাখা যাবে না, এ লক্ষ্যকে সামনে রেখে সত্যকাহিনী অবলম্বনে ‘আমরা একটা সিনেমা বানাবো’ নির্মাণ করেছি। এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২১ ঘন্টা, তাই এটিকে মুক্তদৈর্ঘ্যের চলচ্চিত্র হিসাবে গণ্য করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে ‘আমরা একটা সিনেমা বানাবো’ হবে বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাসে এ যাবতকালে নির্মিত সর্বাধিক দৈর্ঘ্যের কাহিনীচিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, প্রাণ রায়, আয়শা মুক্তি, তেরেসা চৈতি, এলিনা শাম্মী, অরণ্য রানা, দুখু সুমন, জান্নাত সোমাসহ আরো অনেকে। সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বীর মাহমুদ। চিত্রগ্রহণ করেছেন মোহম্মদ আশরাফুল, সমর ঢালী ও সাব্বির। প্রধান শিল্প নির্দেশক সলিল মজুমদার।



 

Show all comments
  • শাহে আলম ২৭ মে, ২০১৯, ১০:৩৯ এএম says : 0
    খুব ভালো
    Total Reply(0) Reply
  • মাসুম ২৭ মে, ২০১৯, ১০:৪০ এএম says : 0
    দেখার অপেক্ষায় রইলাম
    Total Reply(0) Reply
  • নাজিম উদ্দিন ২৭ মে, ২০১৯, ১০:৪২ এএম says : 0
    পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম চলচ্চিত্র আমাদের এটা শুনতেই ভালো লাগছে
    Total Reply(0) Reply
  • তানিয়া ২৭ মে, ২০১৯, ১০:৪৩ এএম says : 0
    এটা কবে মুক্তি পাবে ?
    Total Reply(0) Reply
  • সাদ্দাম ২৭ মে, ২০১৯, ১০:৪৪ এএম says : 0
    জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশিরকে অভিনন্দন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২১ ঘন্টার সিনেমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ