Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছেন মিঠুনের ছোট ছেলে নমশী

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৬ এএম

মিঠুন চক্রবর্তী তার বলিউডে তার রাজত্ব উদ্ধারে শেষ চেষ্টা চালিয়ে যাবেন বলেই মনে হয়। প্রথমে তার বড় ছেলে মিমোহ ওরফে মহাক্ষয় চক্রবর্তীর বলিউড অভিষেক হয়েছিল ২০০৮ সালে। তার ২০১১’র ‘হন্টেড- থ্রিডি’ ভাল বাণিজ্য করলেও মিমোহ’র কিন্তু তেমন খ্যাতি হয়নি। এবার আসছেন মিঠুনের ছোট ছেলে নমশী। রাজকুমার সন্তোষির ‘ব্যাডবয়’ দিয়ে বলিউডে তার অভিষেক হবে। রোমান্টিক কমেডি ধারার ফিল্মটিতে তার বিপরীতে অভিনয় করবেন প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আমরিন। কুরেশি বলেছেন, “চূড়ান্ত বাছাইয়ের আগে রাজকুমার তাদের কয়েক ধাপ অডিশন নিয়েছেন এবং এখন তাদের অভিনয় কর্মশালায় দিয়েছেন।” প্রযোজক জানিয়েছেন ‘ব্যাডবয়’ ফিল্মটি নির্মিত হবে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ (শাহিদ কাপুর-ইলিয়ানা ডি’ক্রুজ) এবং ‘আজব প্রেম কি গজব কাহানি’ (রনবীর কাপুর-ক্যাটরিনা কাইফ) ফিল্মগুলোর ধারায়। কুরেশি জানান নমশী চুক্তি সই করার সময় মিঠুন যুক্তরাষ্ট্র অবস্থান করছিলেন। তিনি বলেন, “ফিরেই তিনি আমাদের সঙ্গে দেখা করে চিত্রনাট্য নিয়ে আলাপ করেছেন। যে কোনও বাবাই তার সন্তানের অভিষেক সন্তোষিকে দিয়ে হতে দেখে খুশি হবে।” ৬৫ দিনে শুটিং শেষ হবে বলে জানিয়েছেন কুরেশি। এর আগে শোনা গিয়েছিল যে মিঠুনের মেয়ে দিশানীও অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নমশী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ