Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বৃষ্টির কবলে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ৩:৪২ পিএম | আপডেট : ৩:৪৬ পিএম, ২৬ মে, ২০১৯

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু বৃষ্টির কারণে এখনও টসই হতে পারেনি।

কার্ডিফে সকাল থেকেই ইলশেগুঁড়ি বৃষ্টি হচ্ছে। কখনো বাড়ছে, আবার কমছে। অবস্থা এরকম চলতে থাকলে ম্যাচ পরিত্যক্ত হয়ে যেতে পারে।

মূল একাদশের বেশ কয়েকজন বিশ্রাম পেতে পারেন বলে জানা গেছে। দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে এই পরিবর্তনের আভাস।

এই মাঠেই ২০০৫ সালে মোহাম্মাদ আশরাফুলের বীরত্বে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। এই মাঠেই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ গড়েছিলেন ম্যাচজয়ী সেই অবিস্মরণীয় জুটি।

টানা এগারো ম্যাচ হেরে বিধ্বস্ত পাকিস্তানের শেষ প্রস্তুতি ম্যাচ এটি। প্রথম প্রস্তুতি ম্যাচে তারা আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ