ভ্যালেন্সিয়ার কাছে কোপা দেল রে ফাইনালে ২-১ গোলে হেরে দ্বিমুকুট জেতা হলো না বার্সেলোনার। শনিবার তাদের হারিয়ে ১১ বছরে প্রথমবার স্প্যানিশ কাপ চ্যাম্পিয়ন হলো ভ্যালেন্সিয়া।
গত এপ্রিলে লা লিগা শিরোপা নিশ্চিতের পর সেমিফাইনালে লিভারপুলের কাছে নাটকীয় হারে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় বার্সা। তবে কোপা দেল রে জিতে দ্বিমুকুট অর্জনের হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু কাতালান জায়ান্টদের হারিয়ে চমকে দিলো ভ্যালেন্সিয়া।
টানা চারবারের চ্যাম্পিয়নদের শুরু থেকে চেপে ধরে ভ্যালেন্সিয়া। সেভিয়ের বেনিতো ভিয়ামারিনে প্রথমার্ধেই দুটি গোল করে তারা। কেভিন গামেইরো ও রোদ্রিগোর গোল বার্সাকে পেছনে ফেলে। ১৭ মিনিট বাকি থাকতে লিওনেল মেসি একটি গোল করলেও ভ্যালেন্সিয়াকে অষ্টম স্প্যানিশ কাপ শিরোপা থেকে বঞ্চিত করতে পারেনি তারা।
মাত্র ৫ মিনিটে পিছিয়ে পড়তে পারতো বার্সা। ক্লেমেন্ত লংলের ভুল পাসে বক্সের মধ্যে বল পান রোদ্রিগো, তার সামনে কেবল ছিলেন জ্যাসপার সিলেসেন। জার্মান গোলরক্ষক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বাধা দেন এবং তাকে গোললাইন থেকে বিপদমুক্ত করেন জেরার্দ পিকে।
শেষমেশ এগিয়ে যেতে সময় নেয়নি ভ্যালেন্সিয়া। ২১ মিনিটে হোসে গায়ার ক্রসে বক্সের মাঝখান থেকে জোরালো শটে সিলেসেনের ধরাছোঁয়ার বাইরে দিয়ে জালে বল জড়ান গামেইরো। মার্সেলিনোর দল ১২ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে। ডিফেন্ডারদের নজর এড়িয়ে ডান দিক থেকে কার্লোস সোলারের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন রোদ্রিগো।
বিরতির আগে মেসির শট গোলপোস্টে লাগলে ব্যবধান কমাতে পারেনি বার্সা। তবে ৭৩ মিনিটে লংলের হেড ভ্যালেন্সিয়া গোলরক্ষক রুখে দিলে ফিরতি শটে একটি গোল শোধ দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বাকি সময়ে আর সমতা ফেরাতে পারেনি বার্সা। ভ্যালেন্সিয়ার কাছে থমকে যায় তাদের টানা পঞ্চম শিরোপার মিশন। এক দশক পর স্প্যানিশ দ্বিতীয় সেরা এই আসরের শিরোপা উল্লাসে মাতে ভ্যালেন্সিয়া। এই নিয়ে অষ্টমবার চ্যাম্পিয়ন হলো দলটি। আগের সাত শিরোপার সবশেষটি তারা জিতেছিল ২০০৭-০৮ মৌসুমে।