বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাবিহা মুছা, শফিকুল ইসলাম ফারুক, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী বলেন, বাংলাদেশের অগ্রগতি ও অর্জনকে ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সভাপতির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সংগঠিত ও ঐক্যবদ্ধ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।