Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন বিএসএমএমইউ ভিসির

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া শনিবার (২৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সি বøকে ঘুরে দেখেন এবং হাসপাতালের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার, ডা. মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্টার প্রফেসর ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, প্রধান প্রকৌশলী এ কে এম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ডা. কনক কান্তি বড়–য়া এসময় হাসপাতালে অগ্নিকাণ্ড সংগঠিত হলে বা এ ধরণের দুর্ঘটনা ঘটলে রোগী, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট অন্যান্যরা যাতে নিরাপদে বের হতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সব সিঁড়ি যাতে চলাচলের উপযোগী থাকে সেজন্য দ্রুততার সাথে সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সাথে সাথে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক যন্ত্র রাখার উপর গুরুত্ব দেন। অগ্নি দুর্ঘটনা ঘটলে দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি যাতে প্রবেশ করতে পারে সে বিষয়ে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন এবং এ সংক্রান্ত কার্যক্রমও শুরু হয়েছে।
উল্লেখ্য, বিএসএমএমইউতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং একাধিক মহড়াও অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউ

৫ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ