Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির ফলে আমাদের টিকিটের যা সমস্যা ছিলো সেটি আর হবে না- ঠাকুরগাঁওয়ে রেল মন্ত্রী

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ৫:৪১ পিএম

আগামী দিনে রাজশাহী থেকে খুলনার দিকে আরেকটি নতুন ট্রেন চালু করা হবে আশ্বাস দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রাণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন(এমপি)।

শনিবার দুপুরে পঞ্চগড়ে নতুন আন্ত:নগর “পঞ্চগড় এক্সপ্রেস” উদ্বোধন শেষে ঢাকা যাওয়ার পথে ঠাকুরগাঁও রেলস্টেশনে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, রাজশাহী থেকে খুলনার দিকে যে ট্রেনটি চাহিদা আছে আমার চেষ্টা করবো সেই ট্রেনটিও চালু করার।

মন্ত্রী আরো বলেন, এই “পঞ্চগড় এক্সপ্রেস” ট্রেনটির ফলে আমাদের টিকিটের যা সমস্যা ছিলো সেটি আর হবে। আমার বিশ^াস পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মানুষ এই নতুন ট্রেনের যাত্রী হয়ে সাচ্ছন্দে ও নিরাপদে সেই সাথে স্বল্প ভাড়ায় ঢাকার সাথে যোগাযোগ করতে পাড়বো।

এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম,পুলিশ সুপার মনিরুজ্জামান,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী সহ জেলা উপজেলা আ:লীগের নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ