Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজান গহিরা কামিল মাদ্রাসার মুফতি মাওলানা ছলিমুল্লাহকে বাঁচাতে এগিয়ে আসুন

রাউজান (চট্টগ্রাম) থেকে এম বেলাল উদ্দিন | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ২:৫৫ পিএম

কিডনি রোগে আক্রান্ত হয়ে টাকার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন আল্লামা মুফতি ছলিমুল্লাহ আল কাদেরী। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহ নগর এলাকায়। তিনি রাউজান গহিরা এফ.কে. জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার ফিকাহ বিভাগের প্রধান এবং চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদের খতিবের দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়া চট্টগ্রম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে অধ্যয়ন শেষে এখন পর্যন্ত বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে ইসলামের সেবায় নিয়োজিত রয়েছেন তিনি। রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাঁচাশাহ নগর এলাকার বাসিন্দা মুফতি ছলিমুল্লাহ গত দুই বছর যাবত তিনি কিডনি জনিত রোগে ভোগছেন। ইতিমধ্যেই তিনি চট্টগ্রাম ও ঢাকার অভিজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভারতেও পর পর দুইবার চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। কিন্তু তাতেও তার এই রোগ সারেনি। চিকিৎসকরা বলেছেন তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। আর এতে প্রয়োজন হবে প্রায় ৫০ লাখ টাকা। দীর্ঘ দুই বছর ধরে চিকিৎসা করাতে গিয়ে তার নিজের যা আয় এবং সঞ্চয় ছিল তার সবই ব্যায় হয়ে গেছে। এখন তার পক্ষে কিডনি প্রতিস্থাপন করতে যে খরচ তা বহন করা সম্ভব নয়। নিস্ব এ আলেমেদ্বীন তার কিডনি প্রতিস্থাপনে রাঙ্গুনিয়ার সাংসদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহহমুদ সহ সর্বসাধারনের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাউজান

২০ অক্টোবর, ২০২২
১৩ ডিসেম্বর, ২০২০
১৮ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ