Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার ঈশ্বরদীতে ২ জন খুন, আহত ১

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ২:০৩ পিএম

আজ শনিবার পাবনার ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ২ জন খুন হয়েছেন। এদের একজন ভোর সাড়ে তিনটার দিকে পৌর এলাকার চারা বটতলা এলাকায় খুন হয় । তার নাম আলতাফ হোসেন (৪৫)। সে আবেদ আলীর ছেলে। মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বাড়ির পাশের একটি নির্মাণাধীন বাড়িতে ডেকে নিয়ে পিস্তল দিয়ে গুলি করলে গুলি তার কপালে বিদ্ধ হলে ঘটনাস্থলেই সে নিহত হয়।এ ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত পাহারাদার চোর মনে করে ধরতে গেলে তাকে বেধড়ক ছুরিকাঘাত করে।এতে পাহারাদার মতি(৬৫) গুরুতর আহত হন। আহত পাহারাদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ওদিকে,
সকাল সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদী মুলাডুলি ইউনিয়নের চক নারীচা গ্রামের আলমগীরের ছেলে শাকিব (২০) রহস্যজনক ভাবে খুন হয়েছেন। দুর্বৃত্তরা তাকে হত্যা করে পার্শ্ববর্তী পুকুর পারে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা পাঠিয়েছেন । এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন,
আলতাফ খুন হয়েছে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের এবং সাকিব খুন হয়েছে জমিজমা সংক্রান্ত বিরোধে জের হিসেবে। উভয় ঘটনায় পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে। ওসি আরও জানান,
নিহত আলতাফের তার বিরুদ্ধে থানায় ১২ টি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ