Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফগানদের কাছে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৪ এএম

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে পাকিস্তান।
শুক্রবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাবর আজমের শতকের (১০৮ বলে ১১২) পরও ১৩ বল বাকি থাকতে ২৬২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দুটি ত্রিশোর্ধো ইনিংস আসে ইমাম-উল-হক (৩২) ও শোয়েব মালিকের (৪৪) ব্যাট থেকে। মোহামাদ নবী তিনটি এবং দৌলাদ জদরান ও রশিদ খান নেন দুটি করে উকেট।
জবাবে টপ অর্ডারদের দৃড়তায় ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানরা। সর্বোচ্চ ৭৪ রান করে অপরাজিত থাকেন চারে নামা হাশমতউল্লাহ শহিদি। শেহজাদ ২৩ রান করে সেচ্ছা অবসরে যান, ৪৯ রানে আউট হন আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই। নবির ব্যাট থেকে আসে মূল্যবান ৩৪। পাকিস্তানের একমাত্র স্বস্তির খবর হলো, বিশ্বকাপের দলে ফেরা ওয়াহাব রিয়াজ নেন ৪৬ রানে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ৪৭.৫ ওভারে ২৬২ (বাবর ১১২, মালিক ৪৪, ইমাম ৩২; নবি ৪৬/৩, রশিদ ২৭/২, দৌলত ৩৭/২)।

আফগানিস্তান : ৪৯.৪ ওভারে ২৬৩/৭ (শহীদী ৭৪*, জাজাই ৪৯, নবী ৩৪, রহমত ৩২; ওয়াহাব ৪৬/৩, ইমাদ ২৯/২)।

ফল : আফগানিস্তান ৩ উইকেটে জয়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ