বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁ সদর উপজেলার শৈলকূপা গ্রামে রাসেল রানা (১৫) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে এবং পত্নীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিন্টু (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। শুক্রবার উভয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত রাসেল ওই গ্রামের কামাল হোসেনের ছেলে। সে রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। অপরদিকে মিন্টু উপজেলার নির্মইল ইউনিয়নের শ্যামপুর গ্রামের শফি উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নামাজ পরার পর থেকে রাসেলের মোবাইল ফোন বন্ধ পায় পরিবারের লোকজন। এরপর সকাল বাড়ির পাশে রাসেলের লাশ দেখতে পায় এলাকাবাসী। আর অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মিন্টু বাড়ির পাশে নিজ আম বাগানের নার্সারি থেকে চারা উত্তোলনের কাজ করছিলেন। বাগানের ভেতর ওৎ পেতে থাকা দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিঘাতে তিনি খুন হন। পৃথক ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।