Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি মসজিদে জুমার নামাজ চলাকালীন বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। জানা যায়, শুক্রবার কোয়েটা শহরের পেশতোনাবাদ এলাকায় অবস্থিত রেহমানিয়া মসজিদে জুমার নামাজ চলাকালীন বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরেই ওই এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় নিন্দা জানিয়ে বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানি বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে লক্ষ্য করে যারা এ ধরনের হামলা চালিয়েছে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিৎ। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ