Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কংগ্রেসের সাবেক ৮ মুখ্যমন্ত্রীর হার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

টানা দ্বিতীয়বারের মত লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ভারতের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের। এবার কংগ্রেসের অনেক জ্যেষ্ঠ নেতাই নির্বাচনী বৈতরণি পেরুতে ব্যর্থ হয়েছেন। যাদের মধ্যে আট জন সাবেক মুখ্যমন্ত্রীও রয়েছেন। হেরে যাওয়া নেতাদের মধ্যে সবার আগে আসে শিলা দিক্ষিতের নাম। দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী কংগ্রেসের এই নেতা এবার দিল্লি নর্থ আসনে বিজেপি নেতা মনোজ তিওয়ারির কাছে হেরে গেছেন। দিল্লি বিজেপির সভাপতি মনোজ সাত লাখ ৮৭ হাজার ৭৯৯ (প্রায় ৫৪ শতাংশ) ভোট পেয়েছেন। শিলা পেয়েছেন চার লাখ ২১ হাজার ৬৯৭ (প্রায় ২৯ শতাংশ) ভোট। আম আদমি পার্টির দিলিপ পান্ডে এক লাখ ৯০ হাজার ৮৬৫ ভোট নিয়ে তিন নম্বরে আছেন। উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত নৈনিতাল-উধামসিং নগর আসনে রাজ্য বিজেপির সভাপতি অজয় ভাটের কাছে তিন লাখের বেশি ভোটে হেরে গেছেন। এই আসনে অজয়ের জয় খানিকটা অপ্রত্যাশিতই ছিল। কারণ প্রথমবারের মত ভোটের লড়াইয়ে নেমেই অজয়কে রাজনীতিতে অভিজ্ঞ নেতা হরিশের মত শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলা করতে হয়েছে। হরিয়ানার দুইবারের সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হোড়া শনিপাত আসনে বিজেপির রমেশ চন্দর কৌশিকের কাছে এক লাখ ৬৪ হাজার ৮৬৪ ভোটে হেরে গেছেন। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ