Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলেই কাটবে অ্যাসাঞ্জের জীবন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

অনলাইনভিত্তিক অলাভজনক আন্তর্জাতিক গণমাধ্যম উইকিলিকসের সহপ্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন করে আরো ১৭টি অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অবৈধভাবে বিভিন্ন গোপন সূত্রের নাম-পরিচয় প্রকাশ করার অভিযোগ আনা হয়েছে অস্ট্রেলীয় এই সাংবাদিকের বিরুদ্ধে। এর আগে গত মাসে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক চেলসি ম্যানিংয়ের সঙ্গে জোট বেঁধে পেন্টাগনের নেটওয়ার্কে অনুপ্রবেশের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছিল। গত মাসে ইকুয়েডর দূতাবাসে ঢুকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। গ্রেপ্তার এড়াতে ওই দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তিনি। এ মুহূর্তে লন্ডনে ৫০ সপ্তাহের কারাদন্ডে ভুগছেন অ্যাসাঞ্জ। বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের গুপ্তচরনীতি ভঙ্গ করে ২০১০ সালে মার্কিন সামরিক বাহিনীর গোপন নথি ফাঁস করায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন অভিযোগগুলো করা হয়েছে। অভিযোগগুলো প্রমাণ হলে প্রতিটির জন্য অ্যাসাঞ্জের পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সাজা হতে পারে। সে হিসাবে জীবনের বাকিটা সময় জেলখানায় কাটাতে হবে অ্যাসাঞ্জকে। ২০১০ সালে আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ও পাঁচ লাখ সামরিক গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিল অ্যাসাঞ্জের উইকিলিকস। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ