বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিশু-কিশোরদের বিনোদন দিন দিন কমে যাচ্ছে। আনন্দের সাথে তারা যেন লেখাপড়া করতে পারে তার জন্য সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো ও মুখস্থ বিদ্যা কমানোর উদ্যোগ নেয়া প্রয়োজন। সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া আগামী প্রজন্মকে সৃজনশীল করে গড়ে তুলবে।
গতকাল বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কেরানীগঞ্জে অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ নিয়ে একটি থ্রি-ডি পাওয়ার পয়েন্ট উপস্থাপনকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জে প্রস্তাবিত ও পরিকল্পনাধীন আধুনিক স্টেডিয়ামটির সাথে থাকবে প্রশিক্ষণ একাডেমি, পার্কিং সুবিধা, ফুড কোর্ট, সুইমিং পুল, ডরমিটরি ইত্যাদি। ৭১ একর জায়গার উপর এ স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, উদ্যোগটি খুবই ভালো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরবর্তী পদেক্ষেপ নেয়া হবে।
#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।