Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুমিনের নৈতিক গুণাবলি-১

উবায়দুর রহমান খান নদভী | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৪ এএম

ঈমান এবং নৈতিক উত্তম গুণাবলি পরস্পর সম্পূরক। ঈমানে পূর্ণ বিকাশ উত্তম নৈতিক গুণাবলির মাধ্যমেই সাধিত হয়। এ জন্য মহান আল্লাহ যাদের ভালোবাসেন, যারা তার প্রিয় বান্দা তাদের গুণাবলিকে এভাবে তুলে ধরেছেন। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘বস্তুত তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগসামগ্রী।
কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও স্থায়ী তাদের জন্য, যারা ঈমান আনে এবং তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। যারা গুরুতর পাপ ও অশ্লীল কাজ হতে বেঁচে থাকে এবং রাগান্বিত হলে ক্ষমা করে দেয়। যারা তাদের প্রতিপালকের আহŸানে সাড়া দেয়, নামাজ কায়েম করে, নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে নিজ নিজ কাজ সম্পাদন করে এবং আমার দেয়া রিজিক থেকে তারা ব্যয় করে এবং যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে। মন্দের প্রতিফল অনুরূপ মন্দই এবং যে ক্ষমা করে দেয়, আপস নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে আছে।
আল্লাহ জালিমদের পছন্দ করেন না, তবে অত্যাচারিত হবার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা যাবে, যারা মানুষের ওপর অত্যাচার করে এবং দুনিয়ায় অন্যায়ভাবে বিরুদ্ধাচরণ করে বেড়ায় তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। অবশ্য যে ধৈর্যধারণ করে এবং ক্ষমা করে দেয় তা দৃঢ় সংকল্পের কাজ।’ (আল কোরআন)।
এই আয়াতে মুমিনদের যেসব নৈতিক গুণাবলির কথা ব্যক্ত করা হয়েছে তা হলো এই যে, ধৈর্যধারণ করা, ক্ষমা করা, দুনিয়ায় অন্যায়ভাবে বিদ্রোহাচরণ না করা, মানুষের ওপর অত্যাচার না করা, অত্যাচারিত হবার পর প্রতিবিধান করা, আপস নিষ্পত্তি করা, প্রতিপালকের আহŸানে সাড়া দেয়া, নামাজ কায়েম করা, নিজেদের মাঝে পরামর্শের ভিত্তিতে কার্য সম্পাদন করা, আল্লাহর প্রদত্ত রিজিক থেকে ব্যয় করা, গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকা, রাগান্বিত হয়েও ক্ষমার দ্বারা অবারিত রাখা, আল্লাহর ওপর বিশ্বাস রেখে তার ওপর নির্ভর করা।
এসব গুণ মুমিনের আলোকোজ্জ্বল জীবনকে আরো আলোকিত করে তোলে। অন্য এক আয়াতে মুমিনের নৈতিক গুণাবলিকে এভাবে বলা হয়েছে যে, ‘তোমরা স্বীয় প্রভুর ক্ষমার দিকে ধাববান হও ও সেই বেহেশতের দিকে, যার বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায়। যা মুত্তাকীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (আল কোরআন)।
এখানে বিশ্বাসীদের পরিচয় তুলে ধরে বলা হয়েছে যে, তারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে, নিজেদের ক্রোধ সংবরণ করে, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে এবং তারা সৎকর্মশীল। তারপর আল্লাহপাক ঘোষণা করেছেন যে, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের প্রতি জুলুম করে, আল্লাহকে স্মরণ করে ও নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করবে? এবং তারা যা করে ফেলে জেনে-শুনে তার পুনরাবৃত্তি করে না।
এই আয়াতের মর্মের প্রতি লক্ষ করলে দেখা যাবে যে, প্রকৃত মুমিন তারাই, যারা কোনো ভুল কাজ করে ফেললে তার পুনরাবৃত্তি করে না; এবং নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে। কোনো অশ্লীল কাজ ও সীমালঙ্ঘন করে ফেললে আল্লাহর জিকির করে।



 

Show all comments
  • হাসিবুল ইসলাম ২৪ মে, ২০১৯, ২:০৯ এএম says : 0
    ইসলাম মানুষে মানুষে মানবিক কোনো ব্যবধান কিংবা বৈষম্য স্বীকার করেনি। মানবিক মর্যাদায় সাধারণভাবে সবাইকে সমান মর্যাদা ও গুরুত্ব প্রদান করেছে।
    Total Reply(0) Reply
  • মাহমুদুল হাসান রাশদী ২৪ মে, ২০১৯, ২:০৯ এএম says : 0
    কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন সে ব্যক্তি থেকে তার জোড়া, আর তাদের দু’জন থেকে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য পুরুষ ও নারী। তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অন্যের নিকট কিছু চাও। আর তোমরা আত্মীয়দের (হক আদায় ও সম্পর্ক অটুট রাখার) ব্যাপারে সতর্ক হও। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর সতর্ক দৃষ্টি রাখেন।’ -সূরা আন নিসা: ১
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ২৪ মে, ২০১৯, ২:০৯ এএম says : 0
    নৈতিক উন্নয়ন ছাড়া যে কোনো উন্নয়নই ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। তাই হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আমি প্রেরিত হয়েছি সুমহান নৈতিক গুণাবলির পূর্ণতা সাধনের জন্য।’ -ইমাম আহমাদ, আল মুসনাদ, হাদিস নং- ৮৯৫২
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ২৪ মে, ২০১৯, ২:১০ এএম says : 0
    শুকরিয়া,খুবই সন্দর লেখা
    Total Reply(0) Reply
  • মাওলানা রূহুল আমীন'সানী' ২৪ মে, ২০১৯, ২:১০ এএম says : 0
    আবু দাউদ শরীফে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, নবী করিম (সা.) সত্যিকার ও পূর্ণ মুমিন হিসেবে সে ব্যক্তিকেই অভিহিত করেছেন- যার চরিত্র সুন্দর। তিনি বলেছেন, চরিত্রের বিচারে যে উত্তম মুমিনদের মধ্যে সেই পূর্ণ ঈমানের অধিকারী। -আবু দাউদ, হাদিস নং- ৪৬৮৪
    Total Reply(0) Reply
  • তারেক ২৪ মে, ২০১৯, ২:১১ এএম says : 0
    ইসলাম যে বিষয়গুলোকে চরিত্রের সুন্দর দিক এবং অবশ্য অর্জনীয় গুণ হিসেবে ঘোষণা করে সেগুলোকে আত্মার গুণ হিসেবে আত্মস্থ করা, নৈতিক বৈশিষ্ট্যে পরিণত করা এবং জীবনাদর্শ হিসেবে গ্রহণ করা গেলে স্বভাবতই মানুষ সম্পদে পরিণত হবে। যে সম্পদ দুনিয়ায় ব্যক্তির নিজের এবং অপরাপর সকলের কল্যাণ ও মুক্তি নিশ্চিত করবে।
    Total Reply(0) Reply
  • মুহাম্মদ রহমতউল্লাহ ২৪ মে, ২০১৯, ২:১১ এএম says : 0
    কোরআনে কারিমে আল্লাহতায়ালা মুমিনের অসংখ্য নৈতিক গুণের কথা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন, নিশ্চয়ই মুমিনগণ সফল, যারা তাদের নামাজে ভীত ও বিনয়ী, যারা নিজেদেরকে অর্থহীন কাজ থেকে বিরত রাখে, যারা জাকাত প্রদানের ক্ষেত্রে কর্মতৎপর হয় এবং যারা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করে।’ -সূরা আল মুমিনুন: ১-৫
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুমিন

২৬ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন