Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকৃত মুমিনের বিশেষ পাঁচ গুণ কি?

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

উত্তর : আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একজন কাফেরের চেয়ে একজন মুমিনের মর্যাদা অনেক বেশি।তাই তো তিনি পবিত্র কোরআনে দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করেছেন,›একজন মুমিন কৃতদাস একজন (স্বাধীন) মুশরিকের চেয়ে উত্তম।›(সূরা বাকারা:২২১)ঈমান-আমলের ওপর ভিত্তি করেই একজন মানুষ পরকালে কাঙ্ক্ষিত মর্যাদা লাভ করবে।

যার ঈমান-আমল যত ভালো হবে, তার মর্যাদাও তত বুলন্দ হবে। মুমিনের যথাযথ গুণাবলি ও বৈশিষ্ট্য অর্জন না করে স্রেফ জন্মসূত্রে কিংবা কালিমা পড়ে ঈমান গ্রহণ করলেই প্রকৃত মুমিন হওয়া যায় না।
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে প্রকৃত মুমিনের অনেক গুণাবলি উল্লেখ করেছেন। এখানে সূরা আনফাল এ বর্ণিত পাঁচটি গুণ উল্লেখ করা হলো।

প্রকৃত মুমিন তো তারাই, যাদের সামনে আল্লাহর নাম নেয়া হলে, তাদের অন্তর কেঁপে ওঠে । আর যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা আপন প্রতিপালকের প্রতি ভরসা রাখে। যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। তারাই হলো প্রকৃত মুমিন! তাদের জন্য রয়েছে আপন প্রতিপালকের নিকট মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রুজি।›(সূরা আনফাল:২-৪)

১. আয়াত শ্রবণমাত্রই অন্তর কেঁপে ওঠা : অর্থাৎ তাদের অন্তর আল্লাহর মহত্ত্ব ও ভালোবাসায় ভরপুর, যার দাবি হলো তাঁর শ্রদ্ধা ও ভয়। আর রবকে ভয়কারী বান্দার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। ইরশাদ হয়েছে, ‹পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডয়মান হওয়াকে ভয় করেছে এবং প্রবৃত্তির তাড়না থেকে নিজেকে নিভৃত রেখেছে তার ঠিকানা হবে জান্নাত।› (সূরা নাজিয়াত: ৪০-৪১)

২. ঈমানের উন্নতি: অর্থ্যাৎ কোরআনের আয়াত শ্রবণমাত্রই তাদের ঈমান বৃদ্ধি পায়;কারণ তারা তা গভীর শ্রদ্ধা ও একাগ্রতার সহিত শ্রবণ করে। ফলে সেটি অন্তরে রেখাপাত করে।
৩. মহান রবের উপর ভরসা ও পূর্ণ আস্থা অর্জন: অর্থাৎ যারা স্বীয় রব ব্যতীত কারো উপর আস্থাশীল ও আশাবাদী নয়। তাকে পাওয়াই যাদের একমাত্র মুখ্য উদ্দেশ্য এবং যারা তাঁর কাছ থেকে সবকিছু প্রার্থনা করে মঞ্জুর করিয়ে নেয়।

৪.নামাজ কায়েম করা: ‹নামাজ কায়েম মানে ফরজ,ওয়াজিব,সুন্নতের প্রতি যত্ম রেখে যথাসময়ে নামাজের পাবন্দি করা।› (তাফসিরুল জালালাইন:১৪৭ ) ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ।প্রিয়নবী (সা.) বলেন, ‹যে ব্যক্তি যথাযথভাবে পাঁচওয়াক্ত নামাজ আদায় করবেএবং অবহেলা করে এর কোনোটি পরিত্যাগ করবে না, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন। আর যে ব্যক্তি তা ঠিকমতো পালন করবে না, তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি নেই। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন›।(সুনানে আবু দাউদ:১৪২০)

৫.আল্লাহর রাস্তায় দান করা: জাকাত-ফিতরা, নফল সদকা,পরিবার-পরিজনের জন্য ব্যয় প্রভৃতি সবকিছুই দানের অন্তর্ভুক্ত। তবে আল্লাহর নিকট তাঁর সৃষ্টিকুলের জন্য উপকারী ব্যয়ই সর্বাধিক পছন্দনীয়। আল্লাহ আমাদের প্রকৃত মুমিন হওয়ার তাওফিক দান করুন।

উত্তর দিচ্ছেন : মুফতি আবুল কাসেম। মুহাদ্দিস,জামিয়া ইসলামিয়া হামিদিয়া বটগ্রাম, সুয়াগাজী, সদর দক্ষিণ, কুমিল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ