মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি জোট নিশ্চিত জয়ের পথে থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় ইমরান খান এ অভিনন্দন জানান।
টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই। দক্ষিণ এশিয়ার শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য আমরা একসঙ্গে কাজ করে যাব। ’
বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরুর পর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি আসন নিশ্চিত হয়ে যায় বিজেপির। এরপরই নরেন্দ্র মোদির টুইটে বলেন, ‘ভারত আবারও জয়ী হলো।’ সর্বশেষ পাওয়া ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, মোদির দল ২৯৪টি আসন পাচ্ছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়েছিল।
বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতের সাত দফার জাতীয় নির্বাচন শুরুর আগে দেশটির অন্যতম প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নরেন্দ্র মোদির দল বিজেপি জয়ী হলে কাশ্মীর ইস্যুতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ভালো সুযোগ তৈরি হতে পারে। কংগ্রেস নেতৃত্বাধীন সরকার এলে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভীতিকর অবস্থার সৃষ্টি হতে পারে।
তাহরীকে ইনসাফের প্রধান ইমরান খান সাংবাদিকদের বলেন, ‘ডানপন্থী দল বিজেপি নির্বাচনে জয়ী হলে কাশ্মীর সমস্যা নিয়ে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হতে পারে। কাশ্মীরের মুসলমান এবং ভারতের মুসলমানরা নরেন্দ্র মোদির শাসনামলে ভারতে অচ্ছুত আচরণের শিকার হওয়া সত্তে¡ও এটা হতে পারে। ভারতে এখন যা ঘটছে, কখনো আমার ভাবনায় আসেনি যে, এমনটা ঘটতে পারে। মুসলিম হওয়ার কারণে সেখানে আক্রমণের শিকার হতে হচ্ছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।