Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে প্রতারনার অভিযোগে গ্রেফতার ৩

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

নেছারাবাদে ইন্দুরহাটে ইন্টারপোলের ভুয়া পরিচয়ে চাঁদাবাজি করতে এসে তিন প্রতারক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলা সদরের ভুষনকাঠি এলাকার সেলিম আহমেদের পুত্র শাহিন আলম (৩৫), মাদারীপুর জেলার রাজৈর এলাকার গোলাম মোস্তফার পুত্র হাবিবুর রহমান (৩২) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রিয়াজ উদ্দিনের পুত্র খলিল হাওলাদার। গত বুধবার রাতে ইন্দুরহাট বন্দর থেকে ব্যবসায়ীদের সহয়তার পুলিশ তাদের গ্রেফতার করেন। ইন্দুরহাট বন্দরের হোটেল ব্যবসায়ী মো. শাহিন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর বৃহসপতিবার গ্রেফতারকৃতদের পিরোজপুর কোর্টে পাঠানো হয়।
বন্দরের ব্যবসায়ী ও পুলিশ সুত্রে জানাগেছে উল্লেখিত প্রতারকরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের ইন্টারপুলের সদস্য হিসেবে পরিচয় দেয়। তারপর ভেজাল বিরোধী অভিযানের কথা বলে এবং মোবাইলে ছবি করতে গেলে ব্যবসায়ীদের সন্দেহ হয়। একপর্যায় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার ফাঁকে পুলিশে খবর দেন। পরে থানা থেকে পুলিশ যেয়ে প্রতারকদের আটক করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারনার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ