Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে অভিশংসনের দাবি জোরদার হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৬ এএম


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করার জন্য ডেমোক্র্যাটদের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। হোয়াইট হাউজের সাবেক উপদেষ্টা ডনাল্ড ম্যাকগান কংগ্রেসের শুনানিতে হাজির হওয়ার আইনি নির্দেশ অমান্য করার পর ডেমোক্র্যাটরা এখন বিকল্প হিসাবে অভিশংসনের দাবি জানাতে শুরু করেছেন। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বিশেষ কাউন্সিলর রবার্ট মুলার যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ম্যাকগানকে মঙ্গলবারের শুনানিতে হাজির থাকার নির্দেশ দিয়েছিল কংগ্রেস। মুলারের তদন্ত প্রতিবেদনে রাশিয়া-ট্রাম্প আঁতাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই ওই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প হোয়াইট হাউজের বর্তমান ও সাবেক সব কর্মকর্তাদের বিরুদ্ধে জারি হওয়া সমন আটকে দেওয়ার ব্যবস্থা করার প্রতিজ্ঞা করেছেন। কিন্তু ডেমোক্র্যাটিক নেতারা এর চরম বিরোধিতা করেছেন। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ডেমোক্র্যাটিক নেতা ন্যান্সি পেলসি অভিশংসনের প্রক্রিয়া নিয়ে আলাচনার জন্য বুধবার দলীয় বৈঠক ডেকেছেন। ওদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু মুলারের প্রতিবেদনে রাশিয়ার সঙ্গে ট্রাম্প শিবিরের আঁতাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই এ বিষয়ে আর কোনো প্রশ্নের জবাব দেওয়া হবে না। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ