মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক সপ্তাহের মধ্যে নিজের রেকর্ড ভাঙলেন নেপালের পর্বতারোহী কামি রিতা শেরপা। পঞ্চাশ বছর বয়সে বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট মোট ২৪ বার জয় করে নতুন রেকর্ড গড়লেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল ৬.৩৮ মিনিটে আরও একবার এভারেস্ট শিখরে উঠলেন কামি রিতা শেরপা। এই নিয়ে তার এভারেস্ট জয়ের সংখ্যা দাঁড়াল চব্বিশে। এর আগে চলতি বছরের ১৯ মে তিনি এভারেস্ট জয় করেন।
শুধু মাউন্ট এভারেস্টই নয়, নেপালের এই অভিজ্ঞ পর্বতারোহী হিমালয়ের দুর্গম শিখরগুলির প্রায় প্রতিটিতেই অভিযান চালিয়ে সফল হয়েছেন। তালিকায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা, চো-ওয়ু, লোহৎসে এবং অন্নপূর্ণার মতো বিশ্ববিখ্যাত শৃঙ্গরাজি।
উল্লেখ্য, ১৯৯৪ সালে জীবনে প্রথম বার এভারেস্টের চুড়ায় পৌঁছন কিমা রিতা শেরপা। এরপরে মাত্র ২৫ বছরে মোট ২৪ বার পৃথিবীর উচ্চতম শিখর জয় করেছেন এই পর্বতারোহী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।