বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ধনী-গরিব সবাই আল্লাহর বান্দা। সম্পদশালীদের মালের মধ্যে দরিদ্র-অসহায়দের হক রয়েছে। ইসলামী বিধান মতে ধনীরা গরিবের প্রাপ্য অধিকার যাকাত প্রদান না করায় এতিম দরিদ্র ও অসহায়রা এবং কৃষকরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে কামরাঙ্গীরচরস্থ খেলাফত মিলনায়াতন খেলাফত আন্দোলন ঢাকা মহানগরী এতিম সাথে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। নগর আমীর ও কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর এতে সভাপতিত্ব করেন।
মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, কৃষকরা ধান উৎপাদন না করলে দেশ খাদ্যসংকটে পরবে। অধিক খরচে উৎপাদন করে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পেরে কৃষকরা পাকা ধান ক্ষেতে আগুন দিচ্ছে। সরকারের উচিৎ সিন্ডিকেটচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভর্তুকি দিয়ে হলেও কৃষকের শ্রমের মূল্যায়ন করা। এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মাওলানা সাজেদুর রহমান ফয়েজী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।