মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে (৬৭) হারিয়ে আবারও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো (৫৭)। সহিংসতার আশঙ্কার মধ্যেই পূর্বনির্ধারিত তারিখ ২১ মে মঙ্গলবার সকালে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণার আগেই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভের হুঁশিয়ারি দেন সুবিয়ান্তো। ভোটে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে অভিযোগ তুলে প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেবেন না বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পরাজিত প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাবোও সুবিয়ান্তো। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিন ভোররাতে দেশটির নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফল ঘোষণার আগে সংঘর্ষের আশঙ্কায় রাজধানী জাকার্তায় ৩২ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৬ কোটিরও বেশি। ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ৮ লাখেরও বেশি কেন্দ্রে ১৯ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৮০ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৬ কোটি জনসংখ্যার দেশটিতে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিনে জাতীয় ও আঞ্চলিক সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রাথমিক গণনার পর দুই প্রেসিডেন্ট প্রার্থীই জোকো উইদোদো ও প্রাবোও সুবিয়ান্তো দু’জনই নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন। মঙ্গলবার ঘোষিত ফলাফলে দেখা গেছে উইদোদো ৫৫ দশমিক ৫ শতাংশ ও সুবিয়ান্তো ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। স্বাধীন পর্যবেক্ষকরা বলেছেন, এবারের নির্বাচন ছিল অবাধ ও নিরপেক্ষ। তবে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন সুবিয়ান্তোর প্রচারণা দলের সদস্য আজিস সুবেক্তি। তিনি বলেন, ‘এই অবিচার, জালিয়াতি, মিথ্যা এবং গণতন্ত্র বিরোধী কর্মকান্ড আমরা ছেড়ে দেব না’। ফল ঘোষণাকে কেন্দ্র করে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতার অংশ হিসেবে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে রয়েছে কাঁটা তারের বেড়া ও পানি কামান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।