মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘হিমালয়ের ভায়াগ্রা’ হিসেবে পরিচিত ‘কিদা জদি’ সংগ্রহ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে লড়াই তীব্র হয়েছে। এর প্রেক্ষিতে প্রশাসনকে জরুরি অবস্থার ১৪৫ ধারা জারি করতে হয়েছে। ভারতের উত্তরাখন্ডের পিথেরাগড়ে এ ঘটনা ঘটেছে। সেখানে উঁচু পাহাড়ি এলাকায় জন্ম নেয় এক রকম ঘাস। একে কিদা ঘাস নামেও অভিহিত করা হয়। এই ঘাস স্থানীয়দের কাছে বহু মূল্যবান। কারণ, আন্তর্জাতিক বাজারে এর প্রচুর দাম। বাইরের বিশ্ব একে ভায়াগ্রা হিসেবে ব্যবহার করে থাকে। গত কয়েক বছরে বুই এবং পাটো গ্রামের লোকজন দু’পক্ষই দাবি করছে রালাম এবং রাজরামভা তৃণভূমি তাদের সম্পদ। এখান থেকে সংগ্রহ করা হয় কিদা জদি। কিন্তু কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এবারও ওই এলাকায় কিদা জদি সংগ্রহ করতে যান। এ নিয়ে লড়াই বেধে যায় তাদের মধ্যে। ফলে সেখানে ১৪৫ ধারা জারি করা হয়েছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।