Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরএসএস মাদরাসা খুলছে উত্তরাখন্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

উত্তরাখন্ডে মাদরাসা খুলছে আরএসএস-এর শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। তাদের তৈরি দেশে এই নিয়ে ষষ্ঠ মাদরাসা হতে চলেছে। উত্তরাখন্ডের দেরাদুনে এই মাদরাসা তৈরি হবে। চলতি বছর জানুয়ারি মাসে উত্তরপ্রদেশের তিন জেলায় পাঁচটি মাদরাসা তৈরি করেছে এই সংগঠন। একটি করে তৈরি হয়েছে মোরাদাবাদ, বুলন্দশহর ও হাপুরে এবং দুটি তৈরি হয়েছে মুজফফরনগরে। দেরাদুনের মাদরাসায় ছাত্রদের থেকে খুবই সামান্য ফি নেয়া হবে। প্রথামকিভাবে ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত পড়ানো হবে। এরপর ফিডব্যাক বুঝে ক্লাস বাড়ানো হবে। এমআরএম-এর কর্মকর্তা তুষারকান্ত হিন্দুস্থানী বলেছেন, ‘আমাদের মাদরাসাগুলি এটা নিশ্চিত করবে যে, ছাত্ররা শুধু যেন কাজী, কারী, ইমাম, মাওলানা বা মুফতি তৈরি না-হয়। তারা যাতে স্নাতক, ডাক্তার, বিজ্ঞানী বা অন্য কোনও পেশাদারও হতে পারে।’
টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ