রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রচ- ঝড় ও শিলাবৃষ্টিতে উড়ে গেছে ৪টি ঘরসহ সব আসবাবপত্র। গত শুক্রবার সন্ধায় উপজেলার কয়ড়া ইউনিয়নের মানিকদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। ঝড়ে এই গ্রামের অসহায় দিন মজুর ৪টি পরিবার সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে-মানিকদিয়ার গ্রামের বাছির প্রামানিকের ছেলে ভ্যানচালক ফারুক হোসেন, ছানোয়ার আলী, আলী আহম্মেদ ও সেলিম উদ্দিন। প্রচ- ঝড়ে এই ৪টি পরিবারের ঘর, আসবাবপত্র, কাপড়-চোপড়, থালা-বাসনসহ সবকিছু উড়িয়ে নিয়ে যায়। সবকিছু হারিয়ে এই দিনমজুর পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। মানিকদিয়ার গ্রামের মো. গোলাম কিবরিয়া জানান, ঝড়ে পরিবারগুলোর পরনের কাপড় পর্যন্ত হারিয়ে গেছে। সরকারীভাবে তাদের সাহায্য-সহযোগিতা জরুরি। জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ওই পরিবারগুলোর সহায়তা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।