Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইটালিতে জুরি স্পেশাল মেনসন অ্যাওয়ার্ড পেল অজ্ঞাতনামা

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ২১ মে ইটালির গলফ অব নেপলস’-এ ইন্ডিপেন্ডেন্টে ফিল্ম ফ্যাস্টিভ্যাল-এ তৌকীর আহমেদ পরিচালিত নতুন চলচ্চিত্র হিসেবে প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করে ‘জুরি স্পেশাল মেনসন অ্যাওয়ার্ড’ লাভ করেছে। উৎসবে উপস্থিত থেকে চলচ্চিত্রটির নির্মাতা তৌকীর আহমেদ ও তার স্ত্রী গত ২১ মে পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কার পাওয়া প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘খুব ভালো লাগছে এ কারণেই যে এটি হচ্ছে অজ্ঞাতনামার প্রথম কোন আন্তর্জাতিক পুরস্কার লাভ। পাশাপাশি কান উৎসবে গত ১৭ মে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সেখানেও বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, শিল্পী, নির্মাতারা এটি দেখেছেন এবং প্রশংসা করেছেন। নিজের চলচ্চিত্রের সাফল্যে আমি আনন্দিত এবং গর্বিত। সেইসাথে এরসাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। কৃতজ্ঞ ইমপ্রেসে টেলিফিল্মের প্রতি।’ গত ২৪ মে রাতে তৌকীর বিপাশা দম্পতি কান উৎসব এবং ইন্ডিপে-ন্ট ফিল্ম ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। শীঘ্রই দু’জনেই ঈদের নাটকের শুটিংয়ে অংশ নেবেন। উল্লেখ্য অজ্ঞাত নামার কাহিনী, সংলাপ চিত্রনাট্য করেছেন তৌকীর আহমেদ নিজেই। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আবুল হায়াত শতাব্দীয় ওয়াদুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইটালিতে জুরি স্পেশাল মেনসন অ্যাওয়ার্ড পেল অজ্ঞাতনামা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ