Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুস্মিতা আনিসের নজরুল সঙ্গীতের মিউজিক ভিডিও অ্যালবাম

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে শিল্পী সুস্মিতা আনিসের নজরুল সঙ্গীতের মিউজিক ভিডিও এর ডিভিডি অ্যালবাম ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’। নজরুল সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম স্মরণে ছয়টি মিউজিক ভিডিওর ডিভিডি সংকলন আগামী জুন মাসের শুরুতে বাংলাদেশ এবং কলকাতায় একযোগে প্রকাশিত হবে। বাংলাদেশের সব মিউজিক স্টোর এবং সুপারশপ স্বপ্ন-এর আউটলেটে মিউজিক ভিডিওর ডিভিডি অ্যালবামটি পাওয়া যাবে। সুস্মিতা আনিস ডিভিডি অ্যালবামটির প্রথম দুটি কপি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ এবং প্রখ্যাত নজরুল সঙ্গীত স্বরলিপিকার ও বিশেষজ্ঞ সুধিন দাশের হাতে তুলে দেন। মিউজিক ভিডিও অ্যালবামটি প্রকাশ করছে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি। সুস্মিতা আনিস বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা ও নজরুলের জন্মস্থান চুরুলিয়ায় নজরুল জন্মজয়ন্তী উৎসবে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতাভিত্তিক সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণার আমন্ত্রণে আয়োজিত মঞ্চানুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আগামী ৩০ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় কলকাতার তারা টিভিতে সরাসরি সম্প্রচারকৃত একক টিভি অনুষ্ঠান ‘আজ সকালের আমন্ত্রণে’ গান পরিবেশন করবেন। উল্লেখ্য, সুস্মিতা আনিস নজরুল সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগমের ভাইজি এবং তার একনিষ্ঠ শিষ্যা। তিনি নজরুল সঙ্গীতের পাশাপাশি আধুনিক বাংলা গানেও সমান পারদর্শী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুস্মিতা আনিসের নজরুল সঙ্গীতের মিউজিক ভিডিও অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ