Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের পর অভিনয় শুরু করেছেন সুমাইয়া শিমু

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গত বছরের আগস্টে বিয়ে করেছেন সুমাইয়া শিমু। এরপর চলতি ধারাবাহিক নাটকে এবং বিভিন্ন খÐ নাটকে অভিনয় করলেও নতুন কোন ধারাবাহিক নাটকে অভিনয় করেননি। হানিমুন ও সংসার গোছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। হানিমুনে সুইজারল্যাÐ, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর গিয়েছিলেন। এসব কাজ শেষ করে এখন আবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন। নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় দিয়ে তার বিয়ে পরবর্তী অভিনয় শুরু হচ্ছে। ফেব্রæয়ারির মাঝামাঝি সময়ে তিনি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করবেন। নাটকের নাম ‘শূন্যতা’। এটি রচনা করেছন পান্থ শাহরিয়ার এবং নির্মাণ করবেন অ¤øান বিশ্বাস। নাটকের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। শিমু বলেন, ‘পান্থ শাহরিয়ারের স্ক্রিপ্টের প্রতি সবসময়ই শিল্পীদের আস্থা থাকে। আমারও রয়েছে। আমি ধারাবাহিকটির গল্প পড়ে মুগ্ধ হয়েছি। আশা করি, একটি ভালো কাজ হবে।’ এদিকে গত ৩১ ডিসেম্বর সুমাইয়া শিমু তার পিএইচডি’র থিসিস পেপার জমা দিয়েছেন। শিগগিরই তার মৌখিক পরীক্ষা হবে। এরপরই চূড়ান্ত ফলাফল আসবে। সুমাইয়া শিমু পিএইচডি’র বিষয় হচ্ছে ‘শিল্প ও আর্থ সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে টেলি-প্লে অভিনয়ে নারীর ভূমিকা’। বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এটিএন বাংলায় ফজলুর রহমানের ‘জীবনের অলিগলি’ এবং এনটিভিতে নজরুল ইসলাম রাজুর ‘লেকড্রাইভ লেন’ উল্লেখযোগ্য।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ের পর অভিনয় শুরু করেছেন সুমাইয়া শিমু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ