প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশি বংশোদ্ভূত কোরিয়ান নির্মাতা শেখ আল মামুন নির্মিত প্রামান্য চলচ্চিত্র ‘ডে বাই ডে’। সিনেমাটির ভাবনা ও পরিচালনা করেছেন শেখ আল মামুন (কোরিয়া)। এডিটিং ও শব্দ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম জার্নাল (বাংলাদেশ), স্পেশাল শব্দ প্রয়োগ যৌথভাবে দোস্তান আতাভেকব ও ইজাতিল্লাহ তলিপভ (উজবেকিস্তান)। মামুন ইনেশিয়েটিভের ব্যানারে নির্মিত এই ছবিটির প্রিমিয়ার আয়োজন করেছে জলজ মুভিজ। ছবিটির ব্যাপ্তি ২৫ মিনিট। সিনেমাটির পরিচালক জানান, বিশ্বের প্রতিটি দেশেই অভিবাসী শ্রমিকরা কাজ করছেন। তাদের মধ্যে কয়েকজন থাকেন কাগজপত্র ছাড়া। কোরিয়াতেও ছিল। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছিল। এই ব্যবস্থাটি দেশটির বিচার বিভাগের অভিবাসন অফিস থেকে সম্পূর্ণ অবৈধভাবে আরোপ করা হয়েছিল। এই ব্যবস্থার বলি হয় বহু শ্রমিক। অনেক শ্রমিক মারাত্মক শারীরিক ক্ষতির শিকার হয়। এরপরও অভিবাসন অফিস কোন দায় গ্রহণ করছে না। এভাবেই গল্প এগিয়ে গেছে কেন্দ্রীয় চরিত্রের মাধ্যমে। এই ছবির মাধ্যমে কাগজপত্রহীন অভিবাসী শ্রমিকদের ওপর এই নির্যাতন ফুটিয়ে তোলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।