Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এস ফাইভ হানড্রেড ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী আঙ্কারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ১২:০৫ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস.ফাইভ.হানড্রেড ক্ষেপণাস্ত্র কিনতে তার দেশ খুবই আগ্রহী। শনিবার ইস্তাম্বুলের এক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেয়ার সময় তিনি আরো বলেন, রুশ ক্ষেপণাস্ত্র এস.ফোর.হানড্রেডের চেয়ে অধিক শক্তিশালী এস.ফাইভ.হানড্রেড। তবে, এস.ফোর.হানড্রেড সরবরাহ করতে মস্কোর সঙ্গে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে আঙ্কারা। আগামী জুলাই নাগাদ এটি দেশে পৌঁছানোর কথা রয়েছে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। এর আগে, আড়াইশ কোটি মার্কিন ডলারের বিনিময়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করে আঙ্কারা। তবে, মস্কোর কাছ থেকে এস.ফোর.হানড্রেড না কিনতে তুরস্ককে বার বার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন এফ-থারটি ফাইভ যুদ্ধ বিমান আঙ্ককারাকে সরবরাহ করবে না বলেও হুঁশিয়ারি দেয় ট্রাম্প প্রশাসন। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ