Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপপুর নিয়ে প্রচারিত সংবাদ কাল্পনিক -পরমাণু শক্তি কমিশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ৫:১৫ পিএম

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প ও নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা নিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা কাল্পনিক ও অনুমান নির্ভর বলে দাবি করেছে পরমাণু শক্তি কমিশন।

সোমবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ দাবি করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পরমাণু শক্তি কমিশন দাবি করে, প্রকল্পে যে সকল কর্মকর্তা-কর্মচারী কাজ করেন তারা সরকারি কাঠামো অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করছেন। এছাড়া প্রকল্প পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক রূপপুর পারমানবিক কেন্দ্র থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করেন না। তারা শুধুমাত্র পরমাণু শক্তি কমিশন থেকে নিয়মিত বেতন নেন।
এছাড়া এখন পর্যন্ত রূপপুর পারমানবিক কেন্দ্রে কোনো ধরনের গাড়িচালক ও বাবুর্চি নিয়োগই করা হয়নি বলেও দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে যে আসবাবপত্র নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে, তা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো বক্তব্য দেয়নি পরমাণু শক্তি কমিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ