Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ৫:০৪ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জামুর্কি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক জনপদ (সওজ)।
সোমবার দুপুরে মির্জাপুর উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হকের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জামুর্কি এলাকায় একটি তৃতীয়তলা ভবন, একটি দ্বিতীয়তলা ভবন, দুইটি আধাপাকা ও বেশ কয়েকটি টিন সেডের ঘর ভেঙে ফেলা হয়। এর আগে সওজ থেকে স্থাপনাগুলো সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানিয়ে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।
এদিকে জামুর্কি এলাকার ক্ষতিগ্রস্থরা জানান, সওজ স্থাপনা সরিয়ে নিতে কোন সময় দেয়নি। উচ্ছেদ অভিযান পরিচালনার আগের দিন রাতে জানানো হয়েছে তাদের।
সড়ক ও জনপদ বিভাগের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নওয়োজিশ রহমান জানান, ঢাকা-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে। মহাসড়কের উন্নয়ন কাজের স্বার্থে সরকারি জমিতে স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা-টাঙ্গাইল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ