Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের রেখে যাওয়া সেই শিশুটির ঠাঁই হলো ছোটমণি নিবাসে

নেত্রেকোনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ২:৪১ পিএম

নেত্রকোনায় অন্যের বাসায় রেখে যাওয়া নবজাতকটির ঠাঁই হলো ঢাকার আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে।

সোমবার বেলা ১২টার দিকে ওই শিশুটিকে ছোটমণি নিবাসে নিয়ে যাওয়া হয়।

এর আগে রোববার ভোরে জেলা শহরের জয়নগর এলাকায় একটি বাসায় নিজের ছেলেসন্তানকে রেখে যান অজ্ঞাত পরিচয়ে বাকপ্রতিবন্ধী এক মা।

সমাজসেবা অধিদফতরের সদর উপজেলা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, আশ্রয়দাতা ওই নারী নবজাতকটি নিয়ে সমাজসেবা কার্যালয়ে এসেছেন। চিকিৎসক জানিয়েছেন নবজাতকটি সুস্থ আছে।

ওই নবজাতককে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করেছে। শিশু আইন ২০১৩ অনুযায়ী উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় শিশুর সর্বোত্তম নিরাপত্তা ও কল্যাণ বিবেচনা করে নবজাতককে সমাজসেবা অধিদফতরের ঢাকা আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছোটমণি নিবাসে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ