বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজদিখানে রোকেয়া বেগম (৩৫) নামে মানষিক রোগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে বাড়ির পাশের আম গাছের ডালার সাথে গলায় ওড়না পেঁচিয়ে এ আত্মহত্যা করে । বিকাল সাড়ে ৪ টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী ও উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের সিদ্দিক মিস্ত্রীর মেয়ে।
স্থানীয়রা জানায় ১২ টার দিকে পুকুরে গোসল করে বাড়ি গিয়েছে। এরপর কোন এক সময় আম গাছের ডালার সাথে ওড়না পেঁিচয়ে গলায় ফাঁস দেয়। ডালে ঝুলে ছিল কিন্তু মাটিতে পা ছিল। আজ(রবিবার) সকালে সে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এসেছে। সকালেই তার শরীর অসুস্থ দেখা গেছে। ১০/১২ বছর যাবৎ সে মানষিক ভারসাম্যহীন ছিল। অনেক চিকিৎসার পরও পুরোপুরি ভাল হয় নাই। ১৫ বছর আগে বিয়ে হয়, তাদের কোন সন্তান নেই। তার স্বামী উপজেলা মোড়ে একজন চা দোকানদার।
সিরাজদিখান থানার উপ পরিদর্শক নাজমুর হাসান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত ময়না তদন্তের পর বলা যাবে কিভাবে মৃত্যু হল, তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।