Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে গরুকে বাচাঁতে গিয়ে কৃষক নিজেই বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ৩:২৮ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পশ্চিম কাতুলী গ্রামের বিদ্যুৎপৃষ্ট গরুকে বাচাঁতে গিয়ে হাজী মো: আব্দুর রশীদ(৭২) নামে এক কৃষক নিজেই বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সে কাতুলী এমদাদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক নৈশপ্রহরী।

জানা যায়, ফুলপুর উপজেলার পশ্চিম কাতুলী গ্রামের কৃষক হাজী মো: আব্দুর রশীদ রবিবার সকালে ২ টি গরু বাড়ির পাশে খেতে দিয়ে আসে। হঠাৎ সকাল সাড়ে ১১ টায় দেখতে পায় তার গরু দুটি পরিত্যক্ত বিদ্যুৎ লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছটফট করছে। তখন বিদ্যুৎপৃষ্ট গরুকে বাচাঁতে গিয়ে গরুর মালিক হাজী আব্দুর রশীদ নিজেও বিদ্যুৎপৃষ্ট হন। সাথে সাথে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই সাথে গরু দুটিও বিদ্যুৎপৃষ্টে মারা যায়। হাজী আব্দুর রশীদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ