Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে এসএ পরিবহন থেকে একলাখ ইয়াবা উদ্ধার

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ২:৫০ পিএম

টেকনাফ থেকে ইয়াবা চালান নিয়ে খালাসের সময় রাজধানীর উত্তরা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে রবিবার (১৯ মে) এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৩ । এসময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল উত্তরা এস এ পরিবহন অফিস (বাড়ি নং ২০, ৬ নং সেক্টর, আলাওল এভিনিউ) এ অভিযান চালায়। এসময় এক লাখ ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তারা টেকনাফ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় ইয়াবা নিয়ে আসতো।

র‍্যাব কর্মকর্তা এমরানুল হাসান জানান, এ বিষয়ে রবিবার দুপুর ২টার দিকে অন স্পট মিডিয়া ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএ পরিবহন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ