Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপসাগরীয় আকাশে বিমান চলাচলে যুক্তরাষ্ট্রের সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

পারস্য উপসাগর এবং ওমান উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিমানের জন্য সতর্কতা জারি করেছে ওয়াশিংটনের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মাঝে দেশটির সব বাণিজ্যিক বিমানকে বিশেষ সতর্কতার সঙ্গে ওই এলাকার আকাশসীমা ব্যবহারের পরামর্শ দিয়ে এক নির্দেশনা জারি করা হয়েছে। শুক্রবারের শেষের দিকে জারি করা এফএএ’র বিশেষ বার্তায় বলা হয়েছে, ওই অঞ্চলে সামরিক বাহিনীর ব্যাপকমাত্রার কার্যকলাপ এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। সম্ভাব্য ভুল হিসেব-নিকেশ এবং শনাক্তকরণের কারণে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচলের জন্য অযৌক্তিক হুমকি তৈরি হয়েছে। গত কয়েকদিনের ক্রমবর্ধমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরা বন্দরে সৌদি আরবের দুটি তেল ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়। দুই দেশের মাঝে চলমান কথার লড়াইয়ের মাঝে ইরাকের রাজধানী বাগদাদে নিয়োজিত দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মকর্তাদের দেশে ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। শুক্রবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আধা-সামরিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ সালেগ জোকার বলেন, ‘এমনকি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধাজাহাজে আমাদের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সহজেই গিয়ে আঘাত হানতে পারে।’ তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনী এবং তাদের স্বার্থ ইরানের হুমকির মধ্যে পড়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্র এসব করছে তাদের ‘মনস্তাত্তি¡ক যুদ্ধ’ ও ‘রাজনৈতিক খেলা’র অংশ হিসেবে। রয়টার্স।



 

Show all comments
  • রাসেল ১৯ মে, ২০১৯, ১১:১৯ এএম says : 0
    ইসরাইলকে ধ্বংস করা ছাড়া বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
    Total Reply(0) Reply
  • তানবীর ১৯ মে, ২০১৯, ১১:২৪ এএম says : 0
    বিশ্বের সকল অশান্তির মুলে যুক্তরাষ্ট্র
    Total Reply(0) Reply
  • আসলাম ১৯ মে, ২০১৯, ১১:২৫ এএম says : 0
    ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সময় শেষ হয়ে আসতেছে .......................
    Total Reply(0) Reply
  • কাওসার আহমেদ ১৯ মে, ২০১৯, ১১:৩১ এএম says : 0
    আপনাদের অধিপত্যের দিন শেষ হয়ে আসছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ