Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সিআইএ’র সাবেক কর্মকর্তার কারাদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক এক কর্মকর্তাকে ২০ বছর কারাদন্ড দেয়া হয়েছে। এতে মার্কিন গোয়েন্দা স¤প্রদায়ের ভেতর নতুন বিপদ সংকেত দেখা দিয়েছে। কেভিন ম্যালোরি নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে ২০১৭ সালের এপ্রিল ও মার্চে সাংহাই সফরকালে ২৫ হাজার ডলারের বিনিময়ে চীনা গোয়েন্দা সংস্থার কাছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি বিক্রি করার অভিযোগ রয়েছে। ৬২ বছর বয়সী ওই গোয়েন্দাকে গুপ্তচরবৃত্তি আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৭ সালে ৫ মে চীনা এজেন্টকে দেয়া এক বার্তায় তিনি বলেন, আপনার উদ্দেশ্য তথ্য পাওয়া এবং আমার উদ্দেশ্য পয়সাও নেয়া। মান্দারিন ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে পারা ওই মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করেছেন। রয়টার্স,এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ