Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছায়াযুদ্ধের প্রস্তুতির নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

ইরান বলেছে, তারা সহজেই পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারবে। শুক্রবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর পার্লামেন্ট সম্পর্ক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ সালেহ জোকার এ কথা বলেছেন। স¤প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়ে চলছে। গত সপ্তাহে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে। অপরদিকে, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতা সম্প্রতি বাগদাদে ইরাকি মিলিশিয়াদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে তিনি মিলিশিয়া নেতাদের ‘ছায়াযুদ্ধের প্রস্তুতি’ নেওয়ার কথা বলেছেন। ব্রিটিশ সংবাদামধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে এই তথ্য জানা গেছে। ইরানের দুটি উচ্চ পদস্থ গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের প্রভাবশালী কুদস বাহিনীর প্রধান কাসেম সুলেইমানি তিন সপ্তাহ আগে তাদের সমর্থিত মিলিশিয়াদের একটি বৈঠক ডাকেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই বৈঠক আহ্বান করা হয়। আঞ্চলিক মিত্রদের এই নির্দেশনা দেওয়ার পরই যুক্তরাষ্ট্র মার্কিন স্থাপনায় হামলার আশঙ্কা করে। এর ফলে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নেয় যে, মধ্যপ্রাচ্য হুমকির মুখে রয়েছে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ