Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

উত্তেজনা নিরসনে
ইনকিলাব ডেস্ক : উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরালো করার পর সৃষ্ট উত্তেজনা নিরসনে ওয়াশিংটন ও তেহরানকে আলোচনার আহ্বান জানিয়েছেন ইরানের এক সিনিয়র আইন প্রণেতা। ইরাক বা কাতারে এই আলোচনা হতে পারে বলে মত দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির চেয়ারম্যান হাশমতউল্লাহ ফালাহাত পিশেহ। শুক্রবার তিনি এই আহ্বান জানিয়েছেন। রয়টার্স।

 

মুখপাত্র বরখাস্ত
ইনকিলাব ডেস্ক : ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জাতির পিতা অভিহিত করে দলের পদ হারিয়েছেন বিজেপির এক মুখপাত্র। শুক্রবার মধ্যপ্রদেশ বিজেপির মুখপাত্র অনিল সৌমিত্র’র প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে জানিয়েছে ভারতের একটি সংবাদপত্র। এর আগে এক ফেসবুক পোস্টে মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জাতির পিতা বলে উল্লেখ করেন সৌমিত্র। বিজনেস স্ট্যান্ডার্ড

 

ভারতে নিহত ৫
ইনকিলাব ডেস্ক : ভারতের লক্ষেী-আগ্রা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। মহাসড়কের দেবখারি গ্রামের কাছে শুক্রবার সকালে এ দুর্ঘটনায় আরো ৩০ যাত্রী আহত হয়েছেন। বাসটি রাজধানী দিল্লি থেকে বিহার যাচ্ছিল। একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে সংঘর্ষের পর সেটি উল্টে যায়। আহতদের বেশিরভাগকে লক্ষ্ণৌর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পুলিশ। এনডিটিভি।


কার্বন কমাতে
ইনকিলাব ডেস্ক : কার্বন নিঃসরণ কমাতে বিমানের জ্বালানির ওপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান কমিশন। এতে করে বাড়ছে বিমানের টিকিটের দাম। এ পদক্ষেপে কর্মসংস্থান বা অর্থনীতির ওপর কোন প্রভাব না পড়লেও ১১ শতাংশ কমবে কার্বন নিঃসরণ। ইউরোপিয়ান কমিশনের গবেষণা প্রতিবেদন বলছে, ইউরোপে বিমানের যে জ্বালানি বিক্রি হয়, তাতে কর আরোপ করলে বছরে দেড় কোটি মেট্রিক টন কার্বন নিঃসরণ কমবে। রয়টার্স।

 

কাশ্মীরে নিহত ২
ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে অন্তত দুই কাশ্মীরি তরুণের প্রাণহানি ঘটেছে। শনিবার সকালের দিকে পুলওয়ামায় বন্দুকযুদ্ধে তাদের প্রাণহানি ঘটে। এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ২ টা ১০ মিনিটের দিকে পুলওয়ামার পাঞ্জাম এলাকায় আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এনডিটিভি।


নকশালদের দাবি
ইনকিলাব ডেস্ক : নকশালরা একটা প্যামফ্লেট প্রকাশ করে বলেছে যে, ১ মে গাড়চিরোলি জেলার কুরখেদা তহশিলে যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, পুলিশি নৃশংসতার জবাবে সেটা করা হয়েছে। গত বছর কাসনাসুরে পুলিশি হামলায় নকশালদের ৪০ জন ক্যাডার নিহত হয় এবং ২৭ এপ্রিল ‘ভুয়া’ এনকাউন্টারে সিনিয়র নকশাল ক্যাডার রামকো নিহত হয়। গাড়চিরোলি বিভাগীয় কমিটি সিপিআইয়ের (মাওবাদী) সদস্য রামকো নারোতে এবং তার সাথী শিল্পা দুর্বাকে পুলিশ ভামরাগাদ তহশিলের গুন্দুরওয়াহি গ্রামের কাছে হত্যা করে, যেটাকে তারা এনকাউন্টার দাবি করেছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ