Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

খিলগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় ছুরিকাঘাতে রেদওয়ান ভূঁইয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। রেদওয়ানের বাবার নাম মৃত মজনু মিয়া। সে ভূঁইয়াপাড়ার ২১২/৪ নাম্বার বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
নিহতের চাচাতো ভাই আরিফ রহমান বলেন, রেদওয়ান স্থানীয় একটি স্কুলে পড়ালেখা করতো। সন্ধ্যার পর বৃষ্টির সময় বাসার পাশে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নিকটস্থ ফরাজী হাসপাতাল নিয়ে যায়।
সেখান থেকে উন্নত চিকিকৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোর নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ