রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
গফরগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চরআলগী ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ দুলাল উদ্দিন আকন্দকে গত বৃহস্পতিবার দুপুরে কুপিয়ে জখম করেছে নৌকা প্রতীকের প্রার্থী মাছুদুজ্জামানের সমর্থকেরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় বিদ্রোহী প্রার্থীর সাথে থাকা তিন কর্মী ফরিদ, মুনসুর ও আব্দুল হাসেমকে পিটিয়ে আহত করে নৌকার সমর্থকেরা। এ ঘটনায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রণসাজে সজ্জিত হলে গফরগাঁও সার্কেলের এএসপি বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ আউয়াল নামে নৌকার এক সমর্থককে আটক করে। গত কয়েকদিনে চরআলগী ইউনিয়নে ইউপি নির্বাচনে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, ময়মনসিংহের জেলা প্রশাসক ও ময়মনসিংহের পুলিশ সুপার উপজেলা শিল্পকলা একাডেমিতে চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ করেন। এ অনুষ্ঠানে আসার পথে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সালটিয়া-দেওয়ানগঞ্জ সেতুর কাছে আসা মাত্র অতর্কিতে হামলা চালিয়ে বিদ্রোহী প্রার্থী দুলাল উদ্দিন আকন্দকে কুপিয়ে আহত করে। গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।