Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীদের মুখে উন্নয়ন প্রতিশ্রুতির ফুলঝুড়ি গঙ্গাচড়ার ৯ ইউনিয়ন

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

গংগাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১টি জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২৫জন ও সাধারণ সদস্য পদে ৩৭১ জন প্রার্থীর এখন ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের বাড়ি গিয়ে যেভাবে পারছেন ভোট চাইছেন। সবার সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে ভোটারদের নিজেদের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছেন। আলমবিদিতর ইউনিয়নের উন্নয়ন ধারা অব্যাহত রেখে আগামী ৪ জুন সুষ্ঠুভাবে উন্নয়ন কর্মকা- পরিচালনার মাধ্যমে আলমবিদিতর ইউনিয়নের তার নির্বাচিত আসনকে একটি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত উন্নয়নকামী মডেল ডিজিটাল আসন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উক্ত ইউনিয়নের সংরক্ষিত আসন-৩ (৭,৮,৯)-এর প্রার্থী রিনা আক্তার ফাতেমা। প্রার্থী রিনা আক্তার ফাতেমা উক্ত এলাকার আব্দুল কাদের মাস্টারের সহধর্মিনী এবং বীর মুক্তিযোদ্ধা আলেফ উদ্দিনের কন্যা। নির্বাচনী গণসংযোগকালে আলমবিদিতর ইউনিয়নের এই সংরক্ষিত প্রার্থী বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকা-ের মধ্যে রয়েছে, বাল্য বিবাহ, ইভটেজিং, মাদক, সন্ত্রাস ও ভিক্ষুকমুক্ত, আলোকিত ইউনিয়ন বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের কল্যাণে কাজ করা। এছাড়া ইউনিয়ন কার্যালয়কে দলমত নির্বিশেষে সবমতের মানুষকে নিয়ে কাজ করা। চাঁদাবাজিমুক্ত করে নাগরিকবান্ধব ইউনিয়ন কার্যালয়ে পরিণত করা, ইউনিয়নের কবরস্থান, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, শ্মশান, রাস্তা-ঘাট সংস্কার করা, ড্রেন নির্মাণ ও পরিষ্কার করে কার্যকর রাখা এবং দীর্ঘদিনের সুবিধা বঞ্চিত দরিদ্র অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও ভাতার আওতায় আনা। বন্যার্তদের ত্রাণ সহায়তা দেয়া। তিনি আরো বলেন, নির্বাচিত হলে সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে সকল ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তার আসনের সকলের কল্যাণে কাজ করে যাবেন। আগামী ৪ জুন শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে এই আশাবাদ করে তিনি বলেন, এলাকাবাসীর উপর তার দৃঢ় আস্থা রয়েছে। ভোটাররা তার প্রতি আস্থাশীল তাই তালগাছ মার্কায় ভোটাধিকার প্রয়োগ করে তাকে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যান্য সংরক্ষিত মহিলারা সদস্যদের চেয়ে রিনা আক্তার ফাতেমা বিপুল ভোটে বিজয়ী হবেন বলে ভোটাররা বলছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীদের মুখে উন্নয়ন প্রতিশ্রুতির ফুলঝুড়ি গঙ্গাচড়ার ৯ ইউনিয়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ