Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ সময়ের হিসাব-নিকাশে ব্যস্ত প্রার্থীরা কাপ্তাইয়ের ৪ ইউনিয়ন

গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে
রাঙ্গামাটি জেলাটি ১০টি উপজেলা নিয়ে গঠিত। এ ১০ উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ উপজেলা কাপ্তাই। এ উপজেলায় রয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী পেপার মিলস, কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউট, শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটি, বৃহৎ বৌদ্ধ মন্দির, বৃহৎ বিএফ আইডি সি করাত কলসহ সরকারি-আধা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে থাকায় এ উপজেলাটি দেশব্যাপী পরিচিতি একটি উপজেলা। আগামী ৪ জুন এখানে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে ৪টি ইউপিতে চলছে ব্যাপক-প্রচার প্রচারণা। ইতিমধ্যে প্রার্থীরা মসজিদ দোয়া চাচ্ছে এবং ঘরে ঘরে রাত-দিন গণসংযোগ করে চলছে। অনেক প্রার্থীরা নিজ ভোট প্রয়োগ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে প্রার্থীরা অভিযোগ করেন। তবে প্রশাসনের পক্ষ হতে বলা হয়েছে পার্বত্য জেলার প্রতিটি ইউপিতে অবাদ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হবে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে নির্বাচন অফিস সূত্রে খবর পাওয়া যায়। কাপ্তাই উপজেলার ৫টি ইউপির মধ্যে একটি ইউপি নির্বাচন সীমানা জটিলতা সংক্রান্ত কারণে স্থগিত রয়েছে। আর ৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রার্থীরা তাদের হিসাব-নিকাশ কষে নিচ্ছে কিভাবে নির্বাচিত হওয়া যাবে। আবার অভিযোগ পাওয়া যায় অনেক প্রার্থীর পোষ্টার-ব্যানার ছিড়ে দিচ্ছে। নিজ ক্ষমতা বলে বাহু বলে। এবার কাপ্তাই উপজেলার ৪টি ইউপিতে প্রার্থী হল রাইখালী মংক্য মারমা প্রতীক (নৌকা), জাহাঙ্গীর তালুকদার (ধানের শীষ), স্বতন্ত্র প্রাথী সাইহ্লামং মারমা, চিংমরম ইউপিতে প্রার্থী তিন জনের মধ্যে থুইচাইপ্রু মারমা (নৌকা), উথাইমং মারমা (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী খ্যাইস্যা অং মারমা (বর্তমান চেয়ারম্যান), ওয়া¹া ইউপিতে ৫জন চেয়ারাম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে চিরঞ্জিত তংচঙ্গ্যা (নৌকা), জাফর আহমদ স্বপন (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী আপাই মারমা, সুনিল তংচঙ্গ্যা (স্বতন্ত্র) এবং বর্তমান চেয়ারম্যান অহ্লাচিং মারমা (স্বতন্ত্র) এবং সব চেয়ে অতিগুরুত্ব পূর্ণ এলাকা হল ৪নং কাপ্তাই ইউপি এর মধ্যে প্রার্থী হল শুধু সরকারি দল ও বিরোধীদল প্রকৌশলী আবদুল লতিফ (বর্তমান চেয়ারম্যান) নৌকা প্রতীক আর বিরোধী দলের সাবেক ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন (ধানের শীষ) প্রতীক নিয়ে দু’জনের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে। উপজেলার মধ্যে সকলেই তাকিয়ে আছে শুধুমাত্র কাপ্তাই ৪নং ইউপির দিকে কে বিজয়ী হয়। এদিকে কাপ্তাই বর্তমান ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, আমাকে দলের পক্ষে হতে প্রতীক দেয়া হয়েছে নৌকা। আমি অবাদ সুষ্ঠু নির্বাচনের মধ্যেমে নির্বাচন করতে চাই। আমি ইউপিতে থাকা কালিন কাপ্তাইয়ের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এমন কোন স্থান নেই যেখানে উন্নয়ন হয়নি। স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সিঁড়ি নির্মাণ, চলাচলের রাস্থা, কালভার্ট, ব্রিজ ও উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন আল-আমিন দাখিল মাদ্রাসার কেন্দ্র করা হয়েছে। কাপ্তাই ইউপিতে ৮০ শতভাগ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। তিন হাজার বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলার মধ্যে শ্রেষ্ঠ তথ্যকেন্দ্র হিসেবে সকলকে সেবা প্রদান করা হচ্ছে। দলমত নির্বিশেষে সকলের কাজ করে চলছি এবং সমাজকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রেখেছি। এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন (ধানের শীর্ষ) নিজে ইস্তেহার প্রকাশ করেছে তিনি ইস্তেহারে বলেন ২০০৩-২০১১সাল দায়িত্বে থাকাকালীন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। ২০০৮সালে কর্মদক্ষতার উপর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত হয়েছি। এলাকার জীবন-জীবিকার জন্য ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামীতে নির্বাচিত হলে জনগণের প্রাণের দাবি কাপ্তাইকে মৌজায় বাস্তবায়ন করা হবে। বেকার দূর করা হবে, রাস্তাঘাট, মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করা হবে। আগামী ৪ জুন নির্বাচিত করা হলে সুষম, বণ্টন, ন্যায় বিচার ও অত্র ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকমুক্ত সমাজ গঠন করা হবে বলে উল্লেখ করেন। তবে সকলে তাকিয়ে আছে শেষ হাসি কে হাসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ সময়ের হিসাব-নিকাশে ব্যস্ত প্রার্থীরা কাপ্তাইয়ের ৪ ইউনিয়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ