Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ্যাপ্রোজ সড়কের মাটি মূল সড়কে জন ভোগান্তি চরমে

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
আশাশুনি উপজেলার বড়দল বাজারের কাছে কপোতাক্ষ নদের উপর নির্মণাধীন ব্রিজের এ্যাপ্রোজ সড়কের মাটি মূল সড়কের উপরে ফেলানোয় বর্ষায় কর্দমাক্ত হয়ে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। মানিকখালী টু খাজরা, পাইকগাছা ভায়া বড়দল বাজার সড়কটি এলাকার অত্যন্ত ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন আশাশুনির বিভিন্ন ইউনিয়ন, পাইকগাছা, কয়রা, তালা উপজেলা যাতায়াত করে থাকে। বাজারের কাছে ব্রিজ নির্মাণ কাজ চলছে। কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ্যাপ্রোজ সড়কের জন্য রাস্তায় মাটি ভরাটের কাজ করা চলছে। মাটি ইউনিয়ন পরিষদের সামনে মূল সড়কের উপরও ফেলান হয়েছে। গত দু’দিনের বৃষ্টিপাতে মাটি ভিজে কর্দমাক্ত ও পিচ্ছিল হওয়ায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। যানবাহন ব্যবহারকারীরা মহা বিপাকে পড়েছে। ভাড়ায় চালিত যানবাহনগুলো বন্ধ হয়ে যাওয়ায় তারা সীমাহীন কষ্টে রয়েছেন। পথচারী পিচ্ছিল পথে পায়ে হেঁটে পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন। এ ব্যাপরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা ব্রিজের কাজে দায়িত্বরতদের গতকাল ডেকে সড়কে ইট-খোয়া-বালি ফেলে সড়কটি চলাচল উপযোগি করতে আহ্বান জানালে তারা দ্রুত কাজ করবেন বলে ওয়াদা করেন। আজই তারা কাজে দেবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এ্যাপ্রোজ সড়কের মাটি মূল সড়কে জন ভোগান্তি চরমে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ