Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শুধু ভালো ফিল্ম হলেই করবেন রচনা ব্যানার্জি

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১২ এএম

পশ্চিমবঙ্গের টিভি ও চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে রচনা ব্যানার্জির একমাত্র পরিচয় যেন ‘দিদি নাম্বার ওয়ান’ ছাড়া আর কিছু নয়। কিন্তু, একটা সময় তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বলিউডে গুটিকয় ফিল্মে অভিনয় করেছেন তিনি, মূলত ওড়িয়া ও দক্ষিণ ভারতের চলচ্চিত্রে অভিনয় করেছেন সবচেয়ে বেশি। বাংলায় তার ফিল্মের সংখ্যা চল্লিশের কাছাকাছি। কয়েক বছরের মধ্যে ‘রামধনু- দ্য রেইনবো’ ছাড়া তার উল্লেখযোগ্য তেমন বাংলা ফিল্ম মুক্তি পায়নি। সৌন্দর্য, চাহিদা থাকার পরও বাংলা ফিল্মে তাকে সেভাবে দেখা যায়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি বেশিরভাগ সময়েই সাউথে কাজ করেছি। বাংলায় খুব কম ছবিতে কাজ করেছি। আর যখন আমি কাজ করতে এসেছি তার কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। তাই আমি বাংলা ইন্ডাস্ট্রিকে খুব একটা দোষ দিই না কারণ আমি এই ইন্ডাস্ট্রিকে সময়ই দিইনি।” এখন বাংলা চলচ্চিত্রে তাকে ডাকলে কী করবেন জানতে চাইলে বলেন, “সত্যি কথা বলতে কী, এখন আমার সময় বলতে ‘দিদি নাম্বার ওয়ান’ আর বাকি সময়টা হচ্ছে আমার ছেলে। এই দুটোকে বাদ দিয়ে যদি আমাকে এখন ছবি করতে হয় তবে সেটা এতটাই ভাল ছবি হতে হবে যে আমাকে ওখান থেকে বার করে নিয়ে আসবে, আদারওয়াইজ আই অ্যাম নট ইন্টারেস্টেড।” ক্যারিয়ারে ১৬ বছর আর নিজের ৪৪ বছর বয়সে সৌন্দর্য টিকিয়ে রাখা প্রসঙ্গে রচনা বলেন, “কিচ্ছু নয় গো, আমি খুব হ্যাপি থাকতে ভালবাসি। আমি কখনওই আমার দুঃখ, আমার টেনশন আমার লাইফের ভিতরে আসতে দিই না। আই অলওয়েজ থিঙ্ক পজিটিভ, আই অলওয়েজ লিভ লাইফ পজিটিভ।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রচনা ব্যানার্জি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ