Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়ক যেনো মরণ ফাঁদ

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া ঈদগাহ সংলগ্ন রেকর্ডের কাঁচা রাস্তাটি যেন মরণ ফাঁদ। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১৫মে সন্ধ্যার পর প্রচ- ঝড়-বৃষ্টি হওয়ার ফলে ঐ গ্রামের সিরাজ মিয়ার বাড়ির বৃষ্টির পানিসহ তার আশপাশের কয়েক বাড়ির বৃষ্টির পানি রাস্তার নিচ দিয়ে যাওয়া ব্যক্তিগত ড্রেন প্লাবিত হয়ে পানি রাস্তা গড়াইয়ে অপর পাশে খালে পড়লে এ ফাঁদের সৃষ্টি হয়। ফলে এলাকার মানুষজন, বৃদ্ধা, ছাত্র-ছাত্রী, রিকসা, অটো রিকসা ও অন্যান্য যানবাহন চলাচলে ব্যঘাত ঘটছে। ড্রেন মালিক সিরাজ মিয়া জানান, আমাদের বাড়িসহ আরও কয়েক বাড়ির বৃষ্টির পানি অন্যত্র যাওয়ার ব্যবস্থা না থাকায় ব্যক্তি উদ্যোগে এ ড্রেনটি করি। এলাকাবাসী মো.খোকন মিয়া জানান, দুর্বল ড্রেনের কারণেই এ ফাঁদের সৃষ্টি। তিনি আরও বলেন, এর আগেও কয়েক বার এরকম অবস্থা হয়েছিল। পরে ব্যক্তি উদ্যোগে আমরা এটি ভরাট করেছি। এ বিষয়ে মুঠোফোনে কথা হলে ছয়সূতী ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান জসীম বলেন, আমার হাতে অর্থনৈতিক ক্ষমতা না থাকায় এ বিষয়ে কিছু করতে পারছি না। তবে আমি প্রশাসনকে বিষয়টি জানাবো। এ বিষয় এলাকার মফিজ উদ্দিন, তাজুল ইসলাম, আলামিন, পাপিয়া আক্তারসহ আরও অনেকে বলেন, এ বিষয়টি ইউপি চেয়ারম্যান ও সদস্যকে জানালেও তারা স্থায়ী কোন পদক্ষেপ নেননি। দ্রুত এর স্থায়ী ব্যাবস্থা করে জনসাধারনের চলাচলের পথ সুগম করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক যেনো মরণ ফাঁদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ